মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে চোরাই মালামাল বিক্রয় ডটকমে বিক্রি গ্রেফতার ৩

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ল্যাপটপ ও মোবাইল ফোন চুরির অভিযোগে তিন জনকে গ্রেফতারর করেছে পুলিশ। পুলিশ জানায়, এরা চোরাই মালামাল বিক্রয় ডটকমে বিক্রি করতেন ।
গ্রেফতার তিনজন হলেন, নগরীর বালিয়াপুকুর বটতলা এলাকার বাসিন্দা এ আর শাকিল আহমেদ ছোটবনগ্রামের মোস্তাফিজুর রহমান নয়ন এবং ছোটবনগ্রাম হাউজিংপাড়ার মমিনুল ইসলাম মমিন। নগরীর মতিহার থানা পুলিশ গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী তুহিন জানান, গত ৯ সেপ্টেম্বর নগরীর কাজলা এলাকার একটি ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং মানিব্যাগ জানালার গ্রিল কেটে চুরি করে নিয়ে যায় চোরেরা। এ নিয়ে মতিহার থানায় মামলা হয়। পরে অভিযান চালিয়ে চোর চক্রের এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, গ্রেফতার তিনজন চোরাই মালামাল বিক্রয় ডটকমে দিয়ে বিক্রি করতেন। এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন