বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

হিন্দুদের ওপর হামলা করে আ.লীগকে দোষী বানাতে চায় অশুভ চক্র : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১:১১ পিএম

হিন্দুদের ওপর হামলা করে অশুভ চক্র আওয়ামী লীগকে দোষী বানাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রোববার (২ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে রামকৃষ্ণ মিশন মণ্ডপ পরিদর্শনকালে এমন মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে হিন্দুদের ওপর হামলা করে একটি অশুভ চক্র আওয়ামী লীগকে দোষী বানাতে চায়। হামলা চালিয়ে চক্রটি ভারত সরকারকে জানিয়ে দিয়ে চায় কাজটা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের হাতে মাইনোরিটি নিরাপদ নয়। এটা মেসেজ দিতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। সাম্প্রদায়িক দুর্বৃত্তের রাজনৈতিক পরিচয় যাই হোক অপরাধ করলে তার ক্ষমা নেই।

‘পূজা কমিটি আমাকে বলেছে এসব ঘটনার (সাম্প্রদায়িক হামলা) বিচার হয় না। কেন বিচার হবে না! বাংলাদেশে কত অপরাধীর বিচার শেখ হাসিনা করেছে। এমনকি নিজের দলের লোকেরাও জেলে আছে। যারা হিন্দুদের মন্দিরে বাড়িঘর-মণ্ডপে হামলা করে, যে পরিচয়ে হোক, এ দুর্বৃত্তদের ক্ষমা নেই। এদের বিচারের সম্মুখীন করতেই হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।’-বলেন সেতুমন্ত্রী।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধাররণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ নির্বাচন চান, শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। দুর্গা উৎসব দশমী পর্যন্ত শন্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল-আপনাদেরও ভূমিকা আছে। আপনারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন