শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

রাস্তাটির বেহাল দশা

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত মুন্সীরহাট বাজার হতে মিয়াবাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ সড়কটির মেরামত না হওয়ায়, সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দে ভরপুর। যার ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে, বর্ষাকালে ভোগান্তির সীমা থাকে না। প্রায় সড়কটিতে বিভিন্ন দুর্ঘটনা ঘটেই চলেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর মুখেও রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। অথচ, সড়কটিতে দৈনিক ২০-২৫ হাজার মানুষের যাতায়াত। অনেক সময় রাস্তার বেহাল দশার কারণে সময় মতো যানবাহনও পাওয়া যায় না। এতে সীমহীন দুর্ভোগের শিকার হচ্ছে অসুস্থ ব্যক্তি ও শিক্ষার্থীরা। রাস্তার খানাখন্দের কারণে যথাসময় চিকিৎসা নেওয়া ব্যহত হচ্ছে এবং অনেক সময় রোগীদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতেও পড়তে হয়। বিশেষ করে, গর্ভবতী মহিলাদের জন্য সড়কটির ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। আবার শিক্ষার্থীরাও যথাসময় ক্লাসে উপস্থিত হতে পারে না। তাই সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মনিরুল হক
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন