শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিয়ের পরদিনই বাথরুম থেকে আইনজীবীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কুষ্টিয়ায় বিয়ের পরদিনই মো. জোবায়ের হোসেন রনি নামের এক শিক্ষানবীশ আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রনি কুষ্টিয়ার জুগিয়া মন্ডল পাড়ার মৃত তাছের প্রামানিকের ছেলে ও কুষ্টিয়া জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত ছিল।
গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পরদিন ১ অক্টোবর দুপুরের দিকে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। বাথরুম থেকে বের হতে দেরি দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেও যখন তার সাড়া মেলেনি । তখন বাথরুমের দরজা ভেঙে গলার সাথে পরনের লুঙ্গি পেঁচানো এবং দেয়ালের সাথে মৃত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন