খুলনার পাইকগাছায় জামাইয়ের কান কামড়ে ছিড়ে নিয়েছেন এক শ্বাশুড়ি। অন্যদিকে, জামাইও শ্বাশুড়ির হাত কামড়ে রক্তাক্ত করে দিয়েছেন। দুজনই আহতবস্থায় পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার চেঁচুয়া গ্রামের আছির উদ্দীনের ছেলে ক্ষুদ্র ফল ব্যবসায়ী আ. কুদ্দুস গাজীর কাছে তার শ্বাশুড়ি হাফিজা বেগম তিন হাজার টাকা ধার চান। এ টাকার জন্য শ্বাশুড়ি তাকে চাপ দিচ্ছিলেন। রোববার বিকেলে হাফিজা বেগম টাকা চাইলে জামাই আব্দুল কুদ্দুসের সাথে বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে জামাইয়ের বাম কানে কামড় দিয়ে কানের অর্ধেকের বেশি ছিড়ে ফেলেন শ্বাশুড়ি। জামাইও এ সময় শ্বাশুড়ির হাত কামড়ে রক্তাক্ত করে ফেলেন। পাইকগাছা থানার এসআই কায়েস জানান, আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একজনের কান ছিড়ে গেছে ও অপর জনের হাত কেটে জখম হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দু’জনকে খলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য বলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন