নাটোরের সিংড়ায় মঙ্গলবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ। অপরদিকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০ জন কৃষককে ১কেজি পেঁয়াজ বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা জানান, অসময়ে পেঁয়াজের ঘারতি মেটাতে বিনামূল্যে বীজ ও সারের পাশাপাশি পেঁয়াজের প্রদর্শনী প্লট বাবদ আরো আনুসাঙ্গিন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। অপরদিকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। পৌর শহরের দমদমা দত্তপাড়া দূর্গা মন্দির কমিটির আয়োজনে প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ৫লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়। উদ্দোক্তা ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দূর্গা পূজায় বিনামূল্যে এচিকিৎসা সেবা দিয়ে থাকি। আমরা সবসময় সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।
মন্তব্য করুন