শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৩ মাস কারাভোগের নিজ দেশের পথে ১৩৫ ভারতীয় জেলে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ৮:২২ পিএম

বাংলাদেশের পানিসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় আটক ১৩৫ ভারতীয় জেলে ৩ মাস কারাভোগ শেষে নিজের দেশে ফিরছেন। আজ মঙ্গলবার বিকালে বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে খালাস পান তারা। এরপর তারা মোংলা ফেরিঘাট এলাকায় থাকা আটটি ট্রলারে ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দার জিৎ সাগর।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান বঙ্গোপসাগরের বাংলাদেশ পানিসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে গত ২৭ জুন আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। পরদিন ২৮ জুন চারটি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন চারটি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানায় তাদের হস্তান্তর করে নৌবাহিনী। তিন মাস চার দিন কারাভোগের পর মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতে তোলা হলে তাদের খালাস দেন বিচারক। কারামুক্ত হয়ে তারা ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন