শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নারায়নগঞ্জের রূপগঞ্জে ফারুক মিয়া নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল বাসস্টপে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক মিয়া উপজেলার গোলাকান্দাইল শিকদারপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে। ছিনতাইকারীদের কবলে পড়া ভুক্তভোগী আরিফ মিয়া জানান, তিনিসহ তার সহকর্মী মোমিন ও আহাদ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ থেকে সন্ধ্যার পর গোলাকান্দাইল বাসস্টপে এসে নামেন। এসময় ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উঠাচ্ছিল চাঁদাবাজ ও ছিনতাইকারী ফারুক মিয়াসহ কয়েকজন। এক পর্যায়ে ফারুক মিয়া ও মোমিনকে ধারালো চাকু দিয়ে জিম্মি করে ফেলে। পরে সঙ্গে থাকা একটি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা লুটে নেয়। এসময় প্রতিবাদ করায় তাদেরকে মারধর করে ছিনতাইকারীরা। পরে তাদের ডাক-চিৎকারে লোকজন ছুটে এসে পুলিশকে খবর দিলে ছিনতাইকারী ফারুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন