শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রূপসায় ট্রলারডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম

খুলনার রূপসা নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে ট্রলারের দুর্ঘটনায় নিখোঁজ যুবক মাহাতাবের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ রূপসা রেলসেতুর পশ্চিমপাড় থেকে উদ্ধার করা হয়।

কেএমপি সদর নৌ থানার এসআই ইলিয়াস মাতবর বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মাহাতাবের লাশ লবনচরা থানাধীন রূপসা রেলসেতুর পশ্চিম তীরে ভেসে উঠে। স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য ২ অক্টোবর রাতে ইঞ্জিনচালিত ট্রলার যোগে মাহাতাবসহ ৭ জন ফরেস্ট বিভাগের কিছু মালামাল নিয়ে হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রলারটি ভেঙ্গে মাঝ নদীতে ডুবে যায়। ৬ জন সাঁতার কেটে তীরে আসতে পারলেও মাহাতাব ফিরে আসতে পারেনি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন