পদ্মায় জেলের জালে ধরা পড়লো বিশাল বাঘাইড় মাছ। মাছটির ওজন ২১ কেজি। গতকাল ভোরে ৭ নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ছাত্তার জেলের জালে বিশাল বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া বাজারে মহন মন্ডলের আড়ৎতে নিয়ে আসলে উম্মুক্ত ডাকের মাধ্যামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ১৫০ টাকা দিয়ে কিনে নেয়। এ সময় উৎসুক জনতারা মাছটি এক নজর দেখতে ভির জমায়। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ী নিকট ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ২০০ শত টাকায় বিক্রি করেন। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান (সাবু) বলেন, নদীতে মাছ কমে গেছে তবে মাঝে মধ্যে বড় বড় দুই একটি মাছ ধরা পড়ছে। এ সকল মাছ কোনা বেড় গুটি বেড় জালে বেশি ধরা পড়ে থাকে। রড় বাঘাইড় মাছ খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন