শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টঙ্গীবাড়ীতে পদ্মায় বিলীন হচ্ছে ফসলি জমি, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ী

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১১:২০ এএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পদ্মার তীরবর্তী চরাঞ্চলের প্রায় তিন কিলোমিটার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এছাড়াও ঝুঁকিতে রয়েছে হাসাইল বাজার সংলগ্ন পূর্ব হাসাইল এলাকার স্কুল মসজিদ সহ কয়েকটি বসতবাড়ী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণে চরাঞ্চলের প্রায় ৩ কিলোমিটার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে আছে যেকোনো সময় বৈদ্যুতিক তার থেকে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

অপরদিকে নদীর উত্তর পাশে স্রোতের তোড়ে নদী তীর রক্ষা বাঁধের বিভিন্ন অংশে সিসি ব্লক ধসে যাওয়ায় হুমকিতে রয়েছে মসজিদ-মাদ্রাসা, স্কুল সহ বসত বাড়ি।

জানাগেছে মঙ্গলবার গভীর রাতে স্থানীয় হাসাইল বাজার সংলগ্ন মন্টু বেপারীর বসত বাড়ির প্রায় ২৫-৩০ ফিট জমি পদ্মায় বিলীন হয়ে যায় এবং আশে পাশের স্কুল,মসজিদ-মাদ্রাসা সহ বসত বাড়ী গুলো ক্রমশই পদ্মায় বিলীন হওয়ার ভয়ে আছেন এলাকাবাসী।

এ বিষয়ে কথা হলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র সংকর চক্রবর্তী দৈনিক ইনকিলাব কে জানান, আমরা ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকায় প্রায় ৬৭ মিটার জায়গা চিহ্নিত করে সেখানে জিও ব্যাগ ফেলছি এবং ওই এলাকায় ভাঙন রোধে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন