পটুয়াখালীর কলাপাড়ায় পাখি শিকারীদের কাছ থেকে ১৫ টি দেশী তিলা ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। বুধবার দুপুরে আমতলী উপজেলার পূজাখোলা গ্রাম থেকে খাচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করা হয়। পরে দুপুর তিনটার দিকে কলাপাড়া থানার ওসি মো. জসিম ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে থানার সম্মুখ্যে এসব ঘুঘু অবমুক্ত করা হয়। এর আগেও শিকারীদের কাছ থেকে বেশ কিছু বন্যপ্রানী উদ্ধার করে অবমুক্ত করেছে এ সংগঠনটি।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, যাদের কাছ থেকে ঘুঘু শিকার করা হয়েছে তারা আর পাখি শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে তাদের ছেড়ে দেয়া হয়। এসময় পাখি শিকারের ফাঁদ (জাল) পুড়িয়ে ফেলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন