শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাণীশংকৈলে বরযাত্রীর গাড়ী উল্টে নিহত -১ আহত -৮

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ৮:২০ পিএম

ঢাকার বর ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিয়ে বাড়িতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও কমপক্ষে ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী ঢাকা ধামরাই উপজেলার সিরাজুল ইসলামের পুত্র নিয়াজুল ইসলাম বর হরিপুর উপজেলার খরড়া গ্রামে সলেমান আলী’র বাড়িতে বিয়ে করতে যাচ্ছিল। পথিমধ্যে রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন গরুর সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৯জন যাত্রীসহ রাস্তার নিচে ডোবার পানিতে পড়ে যায়

এসময় বর সুরক্ষিত থাকলেও বরযাত্রী ধামরাই উপজেলার ছোট চন্দ্রইল গ্রামের সফিবুলের স্ত্রী শামীমা আক্তার (৫০) নিহত হয়। আরেক বরযাত্রী ঢাকা সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা (১৯)সহ বৃদ্ধসহ কমপক্ষে ৮জন আহত হয়। আহতরা বর্তমানে রাণীশংকৈল হাসপালে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছে বলে কর্মরত চিকিৎসক জানিয়েছেন।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, লাশ হাসপাতালে আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। তিনি বলেন বরের বাড়ি যেহেতু ঢাকায় সেহেতু এব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন