শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

স্পিডব্রেকার চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

জামালপুরের মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউয়নের পুরাতন ইটেররভাটা সংলগ্ন (মাদারগঞ্জ রোড) সড়কটি অত্যন্ত পরিচিত। এই সড়কটি ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম। সাধারণ জনগণের পাশাপাশি এই রোড ধরেই চলাফেরা করে কিন্ডার গার্টেন, স্কুল-কলেজের ছাত্র-ছত্রীরা। কোনো ভ্রæক্ষেপই না করে বাইক, সিএনজি, অটোরিক্সা, ট্রাক চালকগণ যে যার মতো চালিয়ে যান বেপরোয়া গতিতে। ফলে এটা জনসাধারণের কাছে আতঙ্কের কারণ এবং দুর্ঘটনার আশঙ্কা তো আছেই। ইতোপূর্বে এই সড়কে ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটেছে, এখনো হর-হামেশাই ঘটছে। একাধিকবার রাস্তা সংস্কারের কাজ করা হলেও কোনো গতিসীমা বা স্পিড ব্রেকার দেয়া হয়নি এই সড়কে। এর ফলে পুরাতন ইটেরভাটা সংলগ্ন মোড়টি অত্যন্ত বিপদজনক এবং দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে। এ সড়কে যত দুর্ঘটনা ঘটেছে তার অধিকাংশই এই মোড়ে ঘটেছে। কেননা, এই মোড়ে এসেই চালকরা যেন অস্থির হয়ে ওঠে, বিশেষ করে বাইকাররা। মাঝে মাঝে এমন হয়েছে যে, গতি কন্ট্রোল করতে না পেরে গাড়ি সরাসরি পুকুরে চলে গিয়েছে। এখানে স্পিড ব্রেকার না থাকা এবং ব্যক্তি সচেতনতার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই, আর কোনো দুর্ঘটনা ঘটার আগেই উক্ত রাস্তায় স্পিড ব্রেকার স্থাপনের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন