শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশে কাপ্তাই খামার হতে ৭টি কালিম পাখি উদ্ধার

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ৩:৫৮ পিএম

রাঙ্গামাটি কাপ্তাই বিউবো প্রজেক্ট এলাকায় গোপন সংবাদে ভিত্তিত্বে ৭টি কালিম পাখি উদ্বার করেছে বন বিভাগ। শুক্রবার বেলা ১টায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশক্রমে বন বিভাগ খামারির বাসা হতে পাখিগুলো উদ্বার করে। সহকারী বনসংরক্ষক মো. দেলোয়ার হোসেন (কর্ণফুলী সদর), জেটিঘাট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন ও কাপ্তাই পাল্পউড বন বিভাগের বনকর্মী মো.হাসান অভিযান পরিচালনা করে। হাসান জানান ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইন্সপেক্টর অসিম মল্লিক ও আব্দুল আল সাদিক মুঠোফোনে পাখি লালন-পালনের বিষয়টি তাকে জানানো হয়। পরে কর্ণফুলী রেঞ্জের সহযোগিতায় আমরা ৩টি কালিম পাখি ও ৪টি ছানা উদ্বার করি।পাখি লালন-পালন করি জানান আমি জানতামনা এ পাখি পালা ও ধরা আইনগত অপরাধ। তাহলে আর পালন করতামনা বলে মুছলেকা দেয় বন বিভাগের নিকট। উদ্বারকৃত পাখিগুলো
বিকেল শাড়ে তিনটায় রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুম কবিরের নিকট হস্তান্তর করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন