শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জয়নুল আবদিন ফারুকের ৬৭তম জন্মদিন আজ

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের ৬৭তম জন্ম দিন আজ। ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে তিনি। শৈশব কাল কাটে জন্ম স্থান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে। বেগমগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি এবং চৌমুহনী কলেজ থেকে এইচএসসি এবং বিএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি নেন তিনি। ১৯৭১ সালে ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ছাত্র রাজনীতিতে ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু। ১৯৮৯ সালের বিএনপিতে যোগদান করে ৫ বার এমপি নির্বাচিত হন। জাতীয় সংসদে চীফ হুইপের দায়িত্ব পালন করেন। বর্তমানে দলের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি। আন্দোলন সংগ্রামে বহুবার জেলে যান। রাজনৈতিক হয়রানিমূলক ৪২টি মামলা দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রামে সংসদ এলাকায় পুলিশের লাঠি চার্জে আহত হয়ে দুই মাস বিদেশে চিকিৎসা নিতে হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন