শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

শিশুদের মোবাইল আসক্তি

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মাথাপিছু আয় বৃদ্ধি এবং মোবাইল ফোনের সহজলভ্যতার ফলে, বর্তমানে শিশুদের মোবাইল ফোন ব্যবহার করার হার অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে, ঢাকাসহ বড় শহরগুলোতে যেসব শিশু বেড়ে উঠছে, তাদের ক্ষেত্রে এই পরিমাণটা বেশি। পর্যাপ্ত খেলার মাঠের অভাবের কারণে চার দেয়ালের মধ্যেই বেড়ে উঠছে শিশুরা। আর এসব শিশু বিনোদন বা খেলাধুলার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে মোবাইল ফোন। যা তাদের জন্য মারাত্মক ক্ষতিকর। অনেক পিতামাতাও ছোটবেলা থেকে শিশুর হাতে তুলে দিচ্ছে মোবাইল। খাবার খাওয়াতে তাদেরকে ইউটিউব ভিডিও বা মোবাইল গেম খেলতে দিচ্ছে অভিভাবকরা। আর এই অভ্যাসটাই শিশুদের মাঝে থেকে যাচ্ছে বহুবছর। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে শিশুদের মানসিক বিকাশে বাধার সৃষ্টি হয়। সেইসাথে শিশুর চোখেরও ক্ষতি হচ্ছে। তাই শিশুর শারীরিক ও মানসিক বিকাশে আপনার শিশু সন্তানকে মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে রাখুন।


ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, সরকারি পদ্মা কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন