চট্টগ্রাম ব্যুরো : এবার স্কুলব্যাগে পাওয়া গেল দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট। একটি পিকআপ ভ্যানের সামনের কেবিনে করে ওই দু’টি স্কুলব্যাগ আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার বিকেলে এ চালানটি আটক করে নগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি বিশেষ টিম। গ্রেফতারকৃতরা হলোÑ ভ্যানটির চালক নগরীর কদমতলী এলাকার বাসিন্দা আবদুস শুক্কুরের পুত্র সাব্বির হোসেন (২২) ও জেলার পটিয়া উপজেলা চক্রশালা গ্রামের অনিল মাষ্টারের বাড়ির সন্তোষ দে’র পুত্র রুবেল দে (২৩)। ডিবি পুলিশ জানায়, নগরীর বাকলিয়া থানাধীন কর্ণফুলী শাহআমানত সেতু সংলগ্ন শহীদ বশিরুজ্জামান চৌধুরী চত্বরে ওই পিকআপটি (চট্ট-মেট্রো-ন-১১-৩২৮০) আটক করা হয়। এর সামনের কেবিনে রাখা দু’টি স্কুলব্যাগের মধ্যে ১৫টি প্যাকেটে রক্ষিত মোট এক লাখ ৫০ হাজার পিস মাদক ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবার দাম প্রায় সাড়ে চার কোটি টাকা বলেও জানান ডিবির কর্মকর্তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করে। পিকআপের সামনে রাখা স্কুলেব্যাগে ইয়াবা থাকতে পারে এটা কেউ সন্দেহ করবে না মনে করে তারা স্কুলব্যাগে ইয়াবা রেখেছে বলেও জানায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন