শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৩

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাজশাহীতে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে চারটি বিদেশী রিভলবার, তিনটি পিস্তল, ম্যাাগাজিন, গুলি এবং এক কেজি একশ গ্রাম গান পাউডার, বোমা তৈরীর স্প্লীন্টারসহ শীর্ষ অস্ত্র কারবারি আতিকুর রহমানসহ তার দুই সহযোগী শাহীন আলী ও মোহাম্মদ শহিদুলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত স্থান থেকে তানজিম ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি গ্রেফতারকৃতদের এই অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জাম সরবরাহ করেছে। তাদের রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানান র‌্যাব অধিনায়ক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন