মহেশখালীর কালারমার ছড়ায় এক তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক যুবকের হাত কেটে নিয়েছে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা যাচ্ছে।
মহেশখালী হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালারমার ছড়ার ছমিরাঘোনা এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাকিল ও ফেরদৌস এর লোকজনের মধ্যে জমি ও সীমানা সংক্রান্ত বিরোধ ছিলো। এ নিয়ে শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার এক পর্যায়ে মোহাম্মদ ফেরদৌস ও তার অন্য ৪-৫ ভাই মিলে মোহাম্মদ শাকিলের উপর হামলে পড়ে। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এক পর্যায়ে কব্জী পর্যন্ত তার বাম হাত কেটে নেয় ফেরদৌস ও তার লোকজন।
পরে আহত অবস্থায় তাকে মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ রিপোর্ট লেখার সময় শাকিলকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন