শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় সেনা সদস্য হত্যার রহস্য উদ্ঘাটন

গ্রেফতার ২

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বগুড়ায় ২৪ ঘণ্টার মধ্যে সাবেক সেনা সদস্য হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার নেপথ্যে নারী দিয়ে ব্লাকমেইল করে মুক্তিপণের দাবিকৃত টাকা আদায়কে ঘিরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় ব্লাকমেইল চক্রের দুই সদস্যকে গ্রেফতার ও হত্যার কাজে ব্যবহার করা ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল বগুড়া শহরতলী কৈগাড়ি এলাকার মিলনের পুত্র আশরাফুল ইসলাম একই এলাকার শহিদুলের পুত্র মোস্তফা কামাল। এ বিষয়ে শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, বগুড়া শহরতলীর ফুলতলার কৈগাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ল্যান্স কর্পোরাল জাকির হত্যার ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের টিম বগুড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জানতে পারে সাবেক সেনা সদস্যকে নারীদিয়ে ব্লাকমেইল করে পরে মুক্তিপণের টাকা না দেওয়ায় হত্যা করা হয়েছে। এমন তথ্যের কৈগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা জানায়, সাবেক সেনা সদস্যকে বেশ কিছুদিন যাব্যৎ আশরাফুল ও মোস্তফা কামালসহ তাদের ব্লাক মেইল চক্রটি টার্গেট করে আসছিল। ঘটনার দিন গত শুক্রবার তাকে মিথ্যা কথা বলে এই চক্রটি কৈগাড়ী এলাকার একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তারা একটি মেয়েকে দিয়ে আপত্তিকর ছবি তোলে ব্লাকমেইল করে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তারা আরো টাকা দাবি করলে সেনা সদস্য জাকির আত্মরক্ষার জন্য দৌঁড়িয়ে পালানোর চেষ্টা করলে মোস্তফা কামাল সেনা সদস্যের পিঠে ছুরিকাঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় আরো কয়কজন জড়িত রয়েছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন