শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আরাকানে প্রচন্ড গুলাগুলির শব্দে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নির্ঘুম রাত কাটিয়েছে মানুষ

ক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ১১:০৭ এএম

গত রাত ৩টা থেকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে আরাকানে ভয়াবহ গুলাগুলি ও মটার শেল নিক্ষেপের শব্দ শুনা গেছে।

এতে করে সীমান্ত জনপদের মানুষ নির্ঘুম এবং আতঙ্কিত হয়ে রাত কাটিয়েছে।

আরাকানের মংডু টাউনশীপ পর্যন্ত
মিয়ানমার সরকারী বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষের বিস্তার ঘটায় এই গুলাগুলির শব্দ বলে জানা গেছে।

স্থানীয়দের ধারণ করা ছবিতে আরাকানের বিভিন্ন গ্রাম থেকে কুন্ডুলি পাকিয়ে ধুঁয়া উঠতে দেখা গেছে। এগুলো বিদ্রোহী অথবা সরকারী বাহিনীর কোন স্থাপনায় আগুন দেয়ার দৃশ্য বলে মনে করা হচ্ছে।
গত দুই মাস ধরে এই সংঘর্ষ চলে আসছে। তুমব্রু সীমান্ত দিয়ে সংঘাত শুরু হলেও এখন তা গোটা আরাকানে বিস্তার ঘটেছে বলে সীমান্তের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন