গত রাত ৩টা থেকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে আরাকানে ভয়াবহ গুলাগুলি ও মটার শেল নিক্ষেপের শব্দ শুনা গেছে।
এতে করে সীমান্ত জনপদের মানুষ নির্ঘুম এবং আতঙ্কিত হয়ে রাত কাটিয়েছে।
আরাকানের মংডু টাউনশীপ পর্যন্ত
মিয়ানমার সরকারী বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষের বিস্তার ঘটায় এই গুলাগুলির শব্দ বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণ করা ছবিতে আরাকানের বিভিন্ন গ্রাম থেকে কুন্ডুলি পাকিয়ে ধুঁয়া উঠতে দেখা গেছে। এগুলো বিদ্রোহী অথবা সরকারী বাহিনীর কোন স্থাপনায় আগুন দেয়ার দৃশ্য বলে মনে করা হচ্ছে।
গত দুই মাস ধরে এই সংঘর্ষ চলে আসছে। তুমব্রু সীমান্ত দিয়ে সংঘাত শুরু হলেও এখন তা গোটা আরাকানে বিস্তার ঘটেছে বলে সীমান্তের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন