রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৩০০ কোটি আত্মসাৎ করা চেতনা বহুমুখী সমিতির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ১:৫৪ পিএম

সাভার-আশুলিয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উচ্চ মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে র‌্যাব।


সোমবার রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক।

 

প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।


র‌্যাব-৪ এর অধিনায়ক বলেন, সাভার-আশুলিয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উচ্চ মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয় চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। মুনাফার লোভে অনেকেই নিজেদের পেনশনের টাকা, গ্রামের ভিটেবাড়ি বিক্রি করা টাকা ও বিদেশ থেকে কষ্ট করে অর্জিত টাকা ওই প্রতিষ্ঠানে জমা রাখতেন।


তিনি বলেন, ২০০৮ সালে কার্যক্রম শুরুর পর এভাবে অন্তত এক হাজার পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৩০০ কোটি টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন