বিএনপি কর্মী আব্দুর রহিম, নূরে আলম, শহিদুল ইসলাম শাওন, শাওন প্রদান ও আব্দুল আলীম এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোলায় শোক র্যালী আয়োজন করে ভোলা জেলা বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলাতেও যথাযথভাবে পালন করা হয়েছে শোক র্যালী।
সোমবার সকাল ১১ টায় মহাজন পট্রি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে
এ বিশাল শোক র্যালী শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদিক্ষণ করে পার্টি অফিসের সামনে এসে সমাবেশ করেন ভোলা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শোক র্যালীতে বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল এসে বিএনপি কার্যালয়ে একত্রিত হয়। এ সময় নেতাকর্মীরা উচ্চস্বরে মুখরিত ছিল আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না খুন হয়েছেন আমার ভাই খুনি তোদের রক্ষা নাই,
সহ দলীয় শ্লোগানে মুখরিত ছিল ভোলা জেলা বিএনপি চত্বর।
র্যালী এবং সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন,
শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক মনির হাসান, পৌর যুব দলের নেতাকর্মীরা,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ সাধারণ সম্পাদক খন্দকার আলামিন সহ সভাপতি মুনতাসিন আলম রবিন,যুবদল নেতা সুমন খান,
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জসীমউদ্দীন সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার সহ ছাত্রদল নেতা রুবেল,
থানা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল রাসেল সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না,পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু ও সদস্য সচিব বেল্লাল সহ ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত রেলিতে কালো পতাকা এবং কালো বেজ ধারণ করেন সকল নেতা কর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন