রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

রাঙ্গামাটি-লংগদু সড়ক দ্রুত নির্মাণ করতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

১০টি উপজেলা ও ১২টি থানা নিয়ে গঠিত রাঙ্গামাটি জেলা। দায়রা জর্জ কোর্ট, রাঙ্গামাটি সরকারি কলেজ, জেলা সদর হসপিটাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়, মেডিকেল কলেজ এবং কেন্দ্রীয় কারাগারসহ সবকয়টি অফিস আদালত জেলা সদরে হওয়ায় প্রতিনিয়ত ১২টি থানার লোকজনকে রাঙ্গামাটি ছুটে যেতে হয় প্রতিনিয়ত। এর মধ্যে লংগদু, বাঘাইছড়ি ও সাজেক থানার সাথে জেলা সদরের বর্তমান যোগাযোগের মাধ্যম নদী পথ। ৩টি থানায় তিন লক্ষাধিক লোকের বসবাস, এসব এলাকার জনসাধারণের জন্য নদী পথে চলাচল যথেষ্ট সময় অপচয়সহ নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অথচ, নানিয়ারচর থেকে লংগদু সড়ক নির্মাণ করা হলে জেলা সদরের সাথে লংগদু, বাঘাইছড়ি, সাজেকবাসীর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাবাসীও এই সড়কের সুবিধা পাবে। সড়কটি নির্মিত হলে শুধু জেলা সদরের সাথেই নয়, বরং অত্রাঞ্চলের মানুষের সারাদেশের সাথেই সড়ক পথে যোগাযোগ স্থাপিত হবে। তাই রাঙ্গামাটি-লংগদু রোডের নানিয়ারচর-লংগদু অংশের চলাচলের অনুপোযোগী অংশের দ্রুত নির্মাণ এখন সময়ের দাবি। রাস্তাটি নির্মিত হলে স্থানীয় মানুষের পাশাপাশি হাজারো দর্শনার্থীদের পর্যটন স্পট সাজেকে চলাচল সাশ্রয়ী এবং সহজ হবে। তাই সরকটি চলাচল উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।

বিপ্লব ইসলাম
গণমাধ্যমকর্মী, রাঙ্গামাটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন