রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

া    বাঁশের প্রজাতি বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম?
উ.    অষ্টম। দেশে ৩৩ প্রজাতির বাঁশ আছে।
া    বাংলাদেশ কবে আলজেরিয়ায় পুনরায় দূতাবাস খুলে?
উ.    ১৬ অক্টোবর ২০১৬।
া    বাংলাদেশে পুলিশের ডগ স্কোয়াডকে কি নামে ডাকা হয়?
উ.    কে-নাইন।
া    টেকেরহাট নৌ বন্দর কোথায় অবস্থিত?
উ.    তাহিরপুর, সুনামগঞ্জ।
া    বর্তমানে দেশে দৈনিক পত্রিকার সংখ্যা কত?
উ.    ৯৭৯টি।
া    পলবিটি কোন উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন?
উ.    ঞযব ংবষষড়ঁঃ (ড়হব ড়িৎষফ)।
া    পারফিউম প্রথম কোথায় তৈরি হয়?
উ:    ফ্রান্সের গ্রাসে।
া    জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার মোট দৈর্ঘ্য কত?
উ:    ৭৪০ কিলোমিটার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন