কয়েক মিনিটের মধ্যে তারা যেকোনো চোরাই মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর বদলে ফেলতে পারতো। এ জন্য তারা বিশেষ সফটওয়ারের সাহায্য নিত। আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইএমইআই নম্বর পরিবর্তনের ফলে চুরি যাওয়া মোবাইলগুলো কোনো ভাবেই খুঁজে বের করতে পারত না। এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গত শনিবার গভীর রাতে খুলনার বটিয়াঘাটা উপজেলার ড়করিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৬ এর একটি টিম মো. আকবর আলী শেখ ও মো. মোহাম্মদউল্লাহ শেখকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস ও অনুমোদনহীন কম্পিউটার অ্যাপস, সিপিইউ, ২১ টি সিম কার্ড, ১৪ টি মোবাইল ফোন, ১৭ টি মেমরী কার্ড, ১ টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রতিটি মোবাইল ফোনে একটি সনাক্তকরণ নম্বর থাকে যা প্রস্তুতকারী প্রতিষ্ঠান দিয়ে থাকে। এ নম্বরটি দিয়ে হারানো ফোন খুঁজে বের করা ও অবস্থান নিশ্চিত হওয়া যায়। এ চক্রটি বিশেষ কম্পিউটার অ্যাপস ব্যবহারের মাধ্যমে সে নম্বরটি বদলে দিত। ফলে হারানো মোবাইল খুঁজে বের করা সম্ভব হত না। এ চক্রের সাথে কারা জড়িত রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার দুজনকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন