বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৪ টি স্বর্ণের বারসহ এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা।
আটক একজন হলেন - শরিয়তপুর জেলার পালং থানার চাতানিকানদি গ্রামের আব্দুল হালিমের ছেলে ইমাম হোসেন জীবন (২৪) যার পাসপোর্ট নম্বর ইঞ০৫৩৬৮০৯ ।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
এব্যাপারে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় পাসপোর্টধারী এক যাত্রী ঘুরাঘুরি করছিলেন ওই সময় তাকে স্বর্ণ পাচারকারী সন্দেহে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশিকালে ইমাম হোসেন জীবন স্বীকার করেন যে, তার পাকস্থলীতে স্বর্ণ লুকানো রয়েছে। পরে বেনাপোলে একটি ক্লিনিকে তাকে এক্সরে করালে তার পাকস্থলীতে ৪ টি স্বর্ণের বারের দেখা মেলে। পরে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় আধা কেজি। যার বাজারমূল্য ৩২ লাখ টাকা।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন