রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জনসমুদ্র চট্টগ্রাম বিএনপির এক দফার ডাক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৬:০২ পিএম | আপডেট : ৬:৩৮ পিএম, ১২ অক্টোবর, ২০২২

লাখো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উত্তাল বিভাগীয় গণসমাবেশের জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপি নেতারা সরকার পতনে এক দফা ডাক দিয়েছেন। জনতার মুহূর্মুহূ করতালি ও গগণবিদারী স্লোগানের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। জাতীয় সংসদ বিলুপ্ত করতে হবে। নির্বাচন কমিশন ভেঙে দিয়ে গ্রহণযোগ্য কমিশন গঠন করতে হবে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।


একইসাথে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান। তিনি বলেন, চট্টগ্রাম থেকেই শেখ হাসিনার পতন আন্দোলন শুরু হবে। এ আন্দোলনে বিজয়ী হওয়ার কোন বিকল্প নেই। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, অবিলম্বে পদত্যাগ করুন। নিরাপদে চলে যান। তা না হলে পালানোর পথও পাবেন না। চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ এ গণসমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বিস্তারিত আসছে.................

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন