শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবক ও মাঝি হত্যার মিশন চলছেই, আবারো গুলিবিদ্ধ এক মাঝি

উখিয়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৬:১৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের গুলিতে আরো একজন হেড মাঝি মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৮ টার দিকে বালুখালী পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-০৯ এর আই ব্লকে রোহিঙ্গা দুষ্কৃতিকারীর একটি দল হঠাৎ আক্রমণ করে।

এতে ওই ব্লকের হেড-মাঝি মোঃ হোসেন (৩৮) ( পিতা মোঃ মিয়া, এফসিএন নং- ১০০২০২, ব্লক- আই/০১, ক্যাম্প-০৯) মারাত্মকভাবে আহত হয়। তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এ সময় ঘটনাস্থলে একটি পিস্তলের খালি ম্যাগাজিন ও মাটিতে রক্তের দাগ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে ব্যাপক অভিযান ও ব্লক রেইড করা হচ্ছে। যেকোন ধরণের বেআইনি কর্মকান্ড রোধে পানবাজার আর্মড পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফারুক আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন