শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

কিয়ামত পর্যন্ত মিরাজুন্নবী বিজ্ঞানীদের গবেষণার উৎস হয়ে থাকবে-আল্লামা হাশেমী

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী বলেছেন, রাসূল (সা.)’র মিরাজ গমনের মধ্যে মানবজাতির জন্য যেভাবে দুনিয়ার উন্নতির দিক-নির্দেশনা রয়েছে তেমনি আখেরাতের কল্যাণের দিক-নির্দেশনাও রয়েছে। রাসূল (সা.)’র মিরাজ গমনকে গবেষণা করে আজ বিজ্ঞানীরা উন্নতর থেকে উন্নততরের দিকে অগ্রসর হচ্ছে। কিয়ামত পর্যন্ত মিরাজ বিজ্ঞানীদের জন্য গবেষণার উৎস হয়ে থাকবে। গত শুক্রবার নগরীর জালালাবাদস্থ দরবারে হাশেমীয়া আলীয়ায় আহছানুল উলুম জামেয়া গাউছিয়া আলীয়া মাদ্রাসা সংলগ্ন ঈদে মিলাদুন্নবী (সা.) ময়দানে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (সা.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শীর্ষক সেমিনারের দশম দিবসে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. আল্লামা কাউছার মোস্তফা আবুল ওলায়ী। সেমিনারে অতিথি ছিলেন চবির সাবেক ভিসি ড. প্রফেসর বদিউল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা ফয়েজী মুহাম্মদী আহমদুল্লাহ্। এতে অলোচক হিসেবে নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আলী মুহাম্মদ চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন