স্টাফ রিপোর্টার : কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) যোগ দিতে নয়দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার রাতে স্পিকার লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বলে গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য সিপিএ নির্বাহী কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি; সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং শিরিন নাঈম সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন। সফর শেষে ১৮ ডিসেম্বর স্পিকারের ঢাকায় ফেরার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন