শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৪ জেলেকে অর্থদণ্ড ও তিন লাখ মিটার জাল ধ্বংস

নোয়াখালীতে প্রজনন মৌসুমে ইলিশ মাছ শিকার

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইলিশের প্রদান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করতে যাওয়ায় ৪ জেলেকে আটক করে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় জেলেদের কাছ থেকে তিন লাখ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত চরফকিরা-মুছাপুর ইউনিয়ন ও উড়িরচর এলাকার মেঘনা নদীতে অভিযান পরিচালন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া। মৎস্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ও কোম্পানীগঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চরফকিরা-মুছাপুর ও উড়িরচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মুছাপুর-চরফকিরা সীমান্ত এলাকার মেঘনা নদীর পাড় থেকে ৩ লাখ মিটার ইলিশ জালসহ ৪ জেলেকে আটক করে সবাইকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন