নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে ভাগিনার লোহার রডের আঘাতে মামা ছকির উদ্দিন শেখ নিহত হয়েছেন। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আশরাফুল ইসলাম ও তার ভগ্নিপতি বরকত আলীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়,সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের দবির উদ্দিন শেখ এর ছেলে নিহত ছকির উদ্দিন সাথে ভাগিনা ৯নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামমের বসত বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার (১২অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধপূর্ন জায়গা নিয়ে মামা ও ভাগ্নের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাগ্নের কাছে থাকা লোহার রড দিয়ে মামা ছকির শেখের মাথায় আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। সেখানে ভাগিনা ও ভগ্নিপতি আহত হয়। আর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আশরাফুল ইসলাম ও তার ভগ্নিপতি বরকত আলীকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন