রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফতুল্লায় ২ অটো ছিনতাইকারীকে গণপিটুনি, পুলিশে হস্তান্তর

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৪:৫৪ পিএম


ফতুল্লায় অটেরিক্সা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় পথচারীরা।
আটককৃত ছিনতাইকারীরা হলো- ফতুল্লা মডেল থানার দেওভোগ মাদ্রাসার সামছুলের বাড়ীর ভাড়াটিয়া শাহিনের পুত্র সোয়াত(২০) ও একই এলাকার লিয়ন মিয়ার ভাড়াটিয়া সুমন মিয়ার ভাড়াটিয়া মোঃ ইমন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর রাতে তাদের কে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী এনসিসি পার্কের গেইটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।
জানা যায়,৪-৫ জনের একটি ছিনতাইকারী দল বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে পঞ্চবটী এনসিসি পার্কের গেইটের সামনের রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে একটি অটোরিক্সার গতিরোধ করে চালক কে মারধর করে।
এক পর্যায়ে অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে যেতে চাইলে চালক ডাক-চিৎকার করলে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে ধাওয়া করে সোয়াত ও ইমন নামক দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন