শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জাতীয় পার্টি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় ....সুন্দরগঞ্জে এমপি শামীম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৬:৩৪ পিএম

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়। জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায়। জাতীয় পার্টির সাথে যারাই বেঈমানী করেছে তারাই ক্ষমতার বাহিরে চলে গেছে। আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছি। কারো লেজুরবৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি, থাকবো।' বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

ব্যারিস্টার শামীম এমপি আরও বলেন, আমরা শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি। এমপি নির্বাচিত হওয়ার পর সুন্দরগঞ্জের কোনো মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়নি। সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে রয়েছে। সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আনছার আলী সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, সুন্দরগঞ্জ পৌর মেয়র ও পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম, বেলকা ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির সভাপতি আক্তার বানু ইতি, উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সুজন, অটো শ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন