শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

শিক্ষকদের সম্মান করুন

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

শিক্ষক আদর্শ জাতি গঠনের নির্মাতা, জাতিকে সঠিক পথে পরিচালিত করতে যাদের ভূমিকা অতুলনীয়। ভুল পথে গমন করা মানুষকে আলোর দিশারী হয়ে সঠিক পথ দেখান একজন শিক্ষক। আঁধারে ডুবে থাকা কোনো মানুষও শিক্ষকের সান্নিধ্যে এলে সূর্যের আলোর মতো আলোকিত হয়ে যায়। কিন্তু বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আগের মতো মধুর ও গভীর সুসম্পর্ক লক্ষ করা যায় না। শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধার দৃষ্টিভঙ্গি যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে। যা নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের দিকে ধাবিত হওয়ার অন্যতম নিদর্শন। অথচ, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধা ও ভালবাসার সম্পর্ক যত বেশি মজবুত বা দৃঢ় হবে তত বেশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য জাতি গঠিত হবে। আমাদের সমাজে এমন খবরও পাওয়া যায় যে, অমুক স্থানে শিক্ষকদের অপমানিত, লাঞ্ছিত ও নির্যাতন করা হয়েছে। যা কখনও একটা জাতির জন্য কল্যাণজনক নয়। একজন শিক্ষকই পারে একটা আদর্শ জাতি গঠন করতে। যে সমাজে গুণী শিক্ষকদের কদর বা মর্যাদা থাকে না, সে সমাজ ধ্বংস হতে আর কোনো হাতিয়ারের প্রয়োজন হয় না। তাই শিক্ষার্থীদের উচিত, শিক্ষকদের প্রাপ্য সম্মান প্রদর্শন করা।

মেহেদী হাসান বিপ্লব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন