সেনবাগ উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়েরসহ ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এরআগে গত বুধবার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের, একই ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন ভূঁইয়া ও সদস্য মিজানুর রহমান। সেনবাগ থানার ভারপ্রাপ্ত ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, আসামিদের ভাঙচুর-অবরোধ বিস্ফোরক মামলা ও জুয়া আইনে তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন