শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সেনবাগে বিএনপির ৪ নেতা গ্রেফতার

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

সেনবাগ উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়েরসহ ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এরআগে গত বুধবার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের, একই ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন ভূঁইয়া ও সদস্য মিজানুর রহমান। সেনবাগ থানার ভারপ্রাপ্ত ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, আসামিদের ভাঙচুর-অবরোধ বিস্ফোরক মামলা ও জুয়া আইনে তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohmmed Dolilur ১৪ অক্টোবর, ২০২২, ৩:২০ এএম says : 0
একেবারে মিথ্যা কথা ও মিথ্যা মামলা এটি একটি সড়যনতড়।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন