চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে ঝর্ণায় ডুবে নিহত হয়েছেন রাকিবুর রশিদ জিসান। তিনি চট্টগ্রাম রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।
রোববার পৌনে বারোটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের পেছনের ঝর্ণায় এই ঘটনা ঘটে।
নিহতের বন্ধু নিলয় পারভেজ ইমন ইনকিলাবকে বলেন, এসএসসি পরীক্ষা শেষ হওয়ায় আমরা ৭ বন্ধু আজ ঘুরতে এসেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
আমাদের মধ্যে তিনজন ব্যতীত বাকিরা সাঁতার জানতনা। গোসল করার সময় ২ জন গভীর পানিতে চলে যায়। একজনকে আমরা টেনে তুললেও সেসময় আমাদের মাথায় ছিলনা রাকিবও সাঁতার জানেনা। হঠাৎ দেখলাম আরেকজন ডুবে গেছে। আমরা কিছুক্ষণ তাকে খোঁজাখুঁজি করে আশেপাশের মানুষকে ডাকতে শুরু করি।"
প্রক্টর শহিদুল ইসলাম ইনকিলাবকে বলেন, দূর্ঘটনার জায়গাটা ঝুকিপূর্ণ ঝর্ণা এলাকা হিসেবে সাইনবোর্ডও দেওয়া আছে তারপরেও ছেলেগুলো সেদিকে গিয়েছিল।"
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের লোকেরা প্রায় দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর ছেলেটির মরদেহ উদ্ধার করেছে। তার বন্ধুরা এখন পুলিশের হেফাজতে আছে। পুলিশই পরবর্তী ব্যবস্হা গ্রহণ করবে।"
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন