পুঠিয়ায় মুরগি খামারি ইসমাইলের স্বপ্ন রাতের আঁধারে পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার ভোররাতে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের হাড়োগাথি বাজার সংলগ্ন পোল্ট্রি ফার্মে আগুন লাগে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে ইসমলাই হোসেন ঐ স্থানে পোল্ট্রি ফার্ম করে ব্যবসা করছেন। ভোররাত ৪টার ফার্মে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী ইসমাইল ও তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তারা এসে পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়। আগুনের ব্যাপকতার কারণে ফার্মে থাকা প্রায় আড়াই হাজার মুরগি পুড়ে ছাই হয়ে যায়। ইসমাইল হোসেন বলেন, গত রোববার রাত ১টার দিকে ফার্ম থেকে বাড়ি যাই।
পরে রাত চারটার দিকে এলাকাবাসীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি আমার পোল্ট্রি ফার্মে দাউ দাউ করে আগুন জ¦লছে। আমরা নিভানোর চেষ্টা চালাই। ততক্ষণে সব ছাই হয়ে গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেন জানান, কেউ প্রতিহিংসায় আগুন দিতে পারে। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে পুঠিয়া ফার্য়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ইনচার্জ জানান, আমরা সকালে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি আগুন নিভানো ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন