শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ওসমান গনি পাটওয়ারী বিজয়ী

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৬:০৭ পিএম

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ ওচমান গনি পাটওয়ারী। গত নির্বাচনের মতো এবারো তার প্রতীক ছিল মোবাইল ফোন। সোমবার (১৭ অক্টোবর) ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন প্রধানীয়াকে (আনারস) ২০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে মোট ভোট পেয়েছেন ৭২৯ এবং জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৫২৫। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানান গেছে। রিটার্নিং অফিসার কর্তৃক এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।

উপজেলা ভিত্তিক কেন্দ্রের ফলাফল : চাঁদপুর সদরে মোবাইল ফোন ১৬৩, আনারস ৪০, শাহরাস্তিতে মোবাইল ফোন ৬৭, আনারস ৮৩, মতলব দক্ষিণে মোবাইল ফোন ৫২, আনারস ৩২, মতলব উত্তরে মোবাইল ফোন ১০০, আনারস ৮০, ফরিদগঞ্জে মোবাইল ফোন ১১৪, আনারস ৯৭, হাইমচরে মোবাইল ফোন ৬৬, আনারস ১৪, হাজীগঞ্জে মোবাইল ফোন ৭১, আনারস ১০৩ এবং কচুয়ায় মোবাইল ফোন ৯৯, আনারস ৭১।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন