পটুয়াখালীতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনে ৯৬ ভোটের ব্যবধানে আওয়ামীলীগের প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মিয়াকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ জয়লাভ করেছেন। বেসরকারী ফলাফলে জানা গেছে, বিজিত স্বতন্ত্র প্রার্থী এড. মোঃ হাফিজুর রহমান হাফিজ (ঘোড়া) ভোট পেয়েছেন ৫৮২ এবং আওয়ামীলীগের প্রার্থী মোঃ খলিলুর রহমান (আনারস) পেয়েছন ৪৮৬ ভোট।
এ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড (সদর-মির্জাগঞ্জ-দুমকি) মহিলা সদস্য পদে ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুন নাহার শেলী (হরিন)। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে (বাউফল-দশমিনা) আসনে ১৪৬ ভোটে নির্বাচিত হয়েছেন কামরুন নাহার (দোয়াত কলম)। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে ( গলাচিপা-কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিনা প্রতিদ্বন্দীতায় মহিলা সদস্য হয়েছেন মোসাঃ বিলকিস জাহান।
১ নং সাধারন ওয়ার্ডে (সদর) ১১৪ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ জামাল হোসেন (টিউবওয়েল), ২ নং সাধারন ওয়ার্ডে (দুমকি) ৪০ ভোটে পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ জাকারিয়া কাওসার (টিউবওয়েল), ৩ নং ওয়ার্ডে (মির্জাগঞ্জ) ৫২ ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জাবির (তালা), ৪ নং ওয়ার্ডে (বাউফল) দুইজন প্রার্থী মোঃ জসীম ফরাজী (তালা) ও শাহজাহান সিরাজ (অটোরিক্সা) ১০৪ ভোট করে দুজনেই সমান ভোট পেয়েছেন। ৫ নং ওয়ার্ড (দশমিনা) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী মোঃ মিজানুর রহমান মিজান ৬ নং ওয়ার্ড (গলাচিপা) ১২৬ ভোটে হয়েছেন মাঈনুল ইসলাম রনো (তালা), ৭ নং ওয়ার্ডে ( কলাপাড়া) ৮৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফিরোজ শিকদার(তালা),
৮ নং ওয়ার্ডে (রাঙ্গাবালী) সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান শিমুল(ঘুড়ি)তিনি ভোট পেয়েছেন ৪০ ভোট, এ জেলায় ১০৮৩ ভোটের মধ্য ৫ জন ভোটার অনুপস্থিত রয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন