শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে আলহাজ্ব মোঃ শাহজাহান বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৭:২৯ পিএম

লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচনে ৫টি ওয়ার্ডে সদস্য পদে ও ২টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়েছে। চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. শাহজাহান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সাধারন সদস্য পদে সদর উপজেলায় আলমগীর হোসেন,কমলনগর উপজেলায় মনিরুল ইসলাম রিপু,রায়পুর উপজেলায় এবিএম ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, রামগঞ্জ উপজেলায় সৈকত মাহমুদ শামছু ও রামগতি উপজেলায় মেজবাহ উদ্দিন হেলাল সদস্য নির্বাচিত হয়েছেন। ২ টি সংরক্ষিত নারী ওয়ার্ডে শারমিন জাহান অরিন ও তাহমিনা আক্তার সদস্য নির্বাচিত হয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনের ভোটার ছিলেন ৮২০ জন। ৫ ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন ১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী ছিলেন ১০ জন। সকাল ৯ টা থেকে স্ব স্ব উপজেলা পরিষদে ৬ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে সদর উপজেলায় ৫ জন, কমলনগরে ২ জন, রামগতিতে ৬ জন ভোটার উপস্থিত ছিলেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন