ইতিহাসের নীরব সাক্ষী ও পুরান ঢাকার বাসিন্দাদের স্বস্তি ফেলার জায়গা বাহাদুর শাহ পার্কটি আজ হুমকির মুখে। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ‘ফুড ভ্যান’ প্রকল্প নামে ৩ লাখ ৬০ হাজার টাকা দর আহ্বান করে খাবারের দোকানের জন্য ইজারা দেয়। যার ফলে ভিতরের উন্মুক্ত অংশটিতেই দোকানের অবকাঠামো নির্মাণ করা হয়, এতে চলাফেরার বিঘ্নয় ঘটে প্রতিদিনের ব্যায়াম করতে আসা জনসাধারণ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের। পার্কের ভিতরে রান্না হওয়ার ফলে চারদিকের গাছপালার উপরও পড়বে এর বিরূপ প্রভাব। আশেপাশে অনেক রেস্টুরেন্ট থাকার পরও ছোট্ট আয়তনের এ পার্কের ভিতরে খাবারের দোকান করার পরিকল্পনাটি অবিবেচনাপ্রসূত। এ প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে পার্কের ঐতিহ্য, সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। তাই নগর প্রশাসনের উচিত, প্রকল্পটি বাতিল করার মাধ্যমে পার্কটির পরিবেশ বজায় রাখা।
মো. আহসান উল্লাহ
শিক্ষার্থী, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন