মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চোখ ওঠা নিয়ে সাবধানতা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আমরা কম বেশি সবাই চোখ উঠা রোগের সাথে পরিচিত। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাইকে এই রোগের কবলে পড়তে হয়। বলা যায়, এখন চোখ ওঠার হিড়িক পড়েছে কিংবা চোখ ওঠার যেন মৌসুম চলছে। এটি আসলে এক ধরনের ছোঁয়াচে রোগের মতো। একজন আক্রান্ত হলে পরিবারের অন্য সদস্যদেরও সংক্রমিত হচ্ছে। এ রোগ হলে সাধারণত চোখ লাল হয়ে যায়, ব্যথা করে। কখনো কখনো ঘুম থেকে উঠলে চোখ খোলা যায় না। চোখে কিছুক্ষণ পর পর ময়লার মতো জমা হয়। আক্রান্ত ব্যক্তির চশমা, তোয়ালে, রুমাল, টিস্যু পেপার, বালিশ বা প্রসাধনী কোনো সুস্থ ব্যক্তি ব্যবহার করলে তারাও আক্রান্ত হতে পারেন। বিশেষ করে, অসুস্থ ব্যক্তির চোখের পানি কোনো সুস্থ ব্যক্তির চোখে লাগলে তারও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর জীবনযাপনও চোখ ওঠার অন্যতম কারণ। চোখ উঠলে কালো চশমা পড়া উচিত, যেন অন্য কেউ সংক্রমিত না হয়। পাশাপাশি নিজেকে সবার থেকে আলাদা করে রাখা এবং জিনিসপত্র ব্যবহারে সচেতন হতে হবে।

জুবায়েদ মোস্তফা
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন