শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

টেবিল টেনিস লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ওয়ালটন ঢাকা মহানগরী টেবিল টেনিস লিগের তিনি বিভাগের খেলা গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার বিভাগে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৩-২ সেটে ধানমন্ডি সেন্ট্রাল টেবিল টেনিস ক্লাবকে, ওয়ারী ক্লাব জুনিয়র ৩-০ সেটে অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেডকে, পাললিক গ্রুপ একই ব্যবধানে শেখ রাসেল ক্রীড়া চক্রকে এবং পুলিশ ক্লাব ৩-০ সেটে অ্যাজাক্স এসসিকে হারায়। প্রথম বিভাগের সুপার লিগে উঠেছে ল্যাব এইড ফাউন্ডেশন স্পোর্টস, তাজ টিটি একাডেমি, জাহাঙ্গীর বিল্ডার্স, গ্রিন টিটি ক্লাব, বিজয় টিটি একাডেমি, টিটি একাডেমি, সাউথ ইস্ট টিটি ও প্রমিজিং জুনিয়র। এদিকে নারী বিভাগের সুপার লিগে উঠেছে পুলিশ ক্লাব, জেবিএল, আবাহনী লিমিটেড ও ঢাকা ইয়ং ক্লাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন