মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পুলিশকে হামলার ঘটনায় একযুগ পর জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৩:০৯ পিএম

২০১০ সালের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর বোমা মেরে ১২ বছর পলাতক থাকার পর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশর (জেএমবি) সদস্য নুর আলম ওরফে মোয়াজকে (২৯) পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সোমবার গাজীপুরের কালিয়াগড় থানার নিশ্চিন্তপুর গ্রামের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের ব্ষিয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন
এটিইউ’র মিডিয়া অ্যান্ড এওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান

আসলাম খান বলেন, গ্রেপ্তার নুর আলমের বিরুদ্ধে ২০১১ সালে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
২০১০ সালের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর বোমা মেরে পালিয়ে যাওয়ার সময় জেএমবির সদস্য মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মাসুদকে জিজ্ঞাসাবাদে পুলিশের ওপর বোমা হামলার সঙ্গে নুর আলম ওরফে মোয়াজ জড়িতো থাকার তথ্য পাওয়া যায়। সে গত ১২ বছর চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন