আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সাড়ে ৯ বছর বয়সে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে ছোট্ট শিশু শেখ রাসেলকেও প্রাণ দিতে হয়েছিল। শিশুরা হচ্ছে ফুলের বাগানের মতো। শিশুদের মন থাকে কোমল। সেই কোমল মনের হৃদয়ে শেখ রাসেলকে ধারণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশে উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
গতকাল সকাল ৯টায় বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে হানিফ এসব কথা বলেন। আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাহাবুব উল আলম হানিফ বলেন, দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত। যতদিন জনগণ চাইবে ততদিন আওয়ামী লীগ থাকবে। এতে অন্যের মাথাব্যথা, মনের জ্বালা বা কষ্ট হওয়ার কোনো কারণ নেই। হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিতই হয়েছিল এদেশের মানুষের স্বাধিকার, মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলনের জন্য। তখন থেকেই আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করে সভা-সমাবেশ করে এ পর্যায়ে এসেছে। সেই আওয়ামী লীগ সভা-সমাবেশ দেখে বিচলিত হওয়ার দল এই কথা যারা বলে তাদের আসলে হাস্যকর চিন্তা-চেতনা ছাড়া আর বলার কিছু নেই।
নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, দেশে জাল জালিয়াতির নির্বাচন করেছে বিএনপি। এই দেশে আওয়ামী লীগ একেবারে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমেই।
এসময়, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন