অপহরণ, নির্যাতনের পর এক সমকামী আফগান মেডিকেল শিক্ষার্থীকে হত্যা করেছে তালেবান। গতকাল মঙ্গলবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হামেদ সাবৌরির পরিবার ও তার পার্টনার বলেন, কাবুলে গত আগস্টে এক চেকপয়েন্টে হামেদকে আটক করে তালেবান। এরপর তিনদিন ধরে তার ওপর নির্যাতন চালানো হয়। শেষমেশ গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার ভিডিও তার পরিবারের কাছে পাঠানো হয়েছে। হামেদের পরিবার ইতোমধ্যে আফগানিস্তান ছেড়েছে।
হামেদের পার্টনার বাহার বলেন, তালেবান হামেদকে হত্যার পর এর ভিডিও তার পরিবার ও আমাকে পাঠায়। হামেদের পরিবার আফগানিস্তান ছেড়েছে এবং আমি লুকিয়ে আছি। আমরা অন্য যুগলের মতই প্রেমে আবদ্ধ ছিলাম। কিন্তু তালেবান আমাদের ক্রিমিনাল হিসেবে দেখতো। তারা আমার ভালোবাসার মানুষকে হত্যা করেছে। আমি জানিনা তাকে ছাড়া আমি কীভাবে বাঁচবো।
তিনি আরও বলেন, আমাকে তালেবান হুমকি আবার দিচ্ছে এবং আমি এখন পালিয়ে আছি। এখানে সমকামী সম্প্রদায়ের অনেককে অপহরণ ও তাদের ওপর নির্যাতন করছে তালেবান।
বাহার জানান, ২০২১ সালের আগস্টে তালেবানের হাতে আমি গ্রপ্তার হই। এরপর চলতি বছরের মে এবং জুন মাসে। তারা আমাকে ধর্ষণ করেছে নির্যাতন চালিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন