শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে বউয়ের ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ৬:২৯ পিএম

আজ, ১৯ অক্টোবর সকালে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামে পরমেশ সরদার কালু (২৫) নামে এক যুবক নিজের ঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

জানাগেছে, পরমেশ সরদারের স্ত্রী মিতু সরদার প্রায় এক বছর আগে তিন সন্তানকে নিয়ে তার বাবার বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে চলে যান। বহুবার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেও তাকে ফেরত আনা যায়নি। বেশ কিছুদিন ধরে পরমেশ ঠিকমতো খাওয়া ধাওয়া করতো না। এভাবেই শারীরিক ও মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিল। মঙ্গলবার রাতে তিনদিন পর বাড়িতে এসে ঘরে ঘুমাতে যায়। সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায় ঘরের ডাবের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছে।

সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন